পুনঃরায় নিয়োগ বিজ্ঞপ্তি
নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়
ডাকঘর-নাজিরদহ , উপজেলা-কাউনিয়া ,জেলা-রংপুর
পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি
বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান(স্কুল ও কলেজ) জনকল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১এবং সর্বশেষ পরিমার্জন
১০ জানুয়ারী-২০২৪ পরিপত্র অনুযায়ী নিম্নবর্নিত সৃষ্ট পদে নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ দেয়া হবে।
০১। কম্পিউটার ল্যাব অপারেটর
০১ (এক) জন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০৩(তিন) বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা/সমমান অথবা শিক্ষা বোর্ড হতে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচ,এস,সি/সমমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬(ছয়) মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে।
সমগ্র শিক্ষা জীবনে ০১(এক)টির বেশি ৩য় বিভাগ/শ্রেনি/সমমান গ্রহণ যোগ্য হবে না। অনুর্ধ্ব ৩৫ বছর
সমপদে ইনডেক্স ধারীদের জন্য বয়স সীমা শিথিল যোগ্য।
গ্রেড-১৬
স্কেল-৯৩০০-২২৪৯০/-
এমপিও
০২। আয়া
০১ (এক) জন
জেএস,সি/জে,ডি,সি/সমমান
গ্রেড-২০
স্কেল-৮২৫০-২০০১০/-
এমপিও
আগ্রহী প্রর্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র ও ০২ (দুই) কপি ছবিসহ সোনালী ব্যাংক,মীরবাগ শাখা,কাউনিয়া,রংপুর এর অনুকুলে ১,০০০/-(এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎ যোগ্য) সহ বিজ্ঞপ্তি প্রকাশের দিন ২৬/০৩/২০২৪খ্রিঃ হতে ০৯/০৪/২০২৪ তারিখের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। (উল্লেখ্য থাকে যে পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুন:রায় আবেদন করার প্রয়োজন নেই)।
Mar 26, 2024